Class 8 Science Assignment Answer 2021: Directorate of Secondary and Higher Secondary Education is published the class eight science subject assignment questions with solutions, answer on dshe.gov.bd.
Class 8 Science Assignment 2021
Class Eight Science Assignment has been published by dshe. Lets check the content and assignment work for last week.
4th Week Science Assignment
Class: Eight
Subject: Science
No. of Assignment: 1
Chapter – প্রাণি জগতের শ্রেণি বিন্যাস
Assignment Work- চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনাে ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে থেকে তােমার পরিচিত প্রাণীগুলোর কিরুপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।
সংকেত: ক) প্রভাব নিরুপনে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা।
Class 8 Science Assignment Answer 2021
4th Week Science Assignment Answer
Questions: চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলো থেকে যে কোনাে ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে থেকে তােমার পরিচিত প্রাণীগুলোর কিরুপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।
Answer Part:
উল্লেখিত প্রাণীগুলো থেকে ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি করা হলঃ
পর্ব | প্রাণীর নাম | বৈশিষ্ট্য | বাসস্থান |
আর্থ্রোপোডা | চিংড়ি | দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্তও উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনে থাকে। কাইটিন নামক শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে। | কিছু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রে বাস করে। |
প্লাটিহেলমিনথেস | ফিতা কৃমি | দেহ চ্যাপ্টা।চোষক ও আংটা থাকে। এরা বহিঃপরজীবী বা আন্তঃপরজীবী। | জীবদেহের বাইরে বা ভিতরে বাস করে। |
কর্ডাটা | সাপ | এরা সরীসৃপ। বুকে ভর দিয়ে চলে। ত্বক শুষ্ক ও আইশযুক্ত। | এরা জলে ও স্থলে বাস করে। |
একাইনোডারমাটা | তারামাছ | দেহত্বক কাঁটাযুক্ত। দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত। নালিপদের সাহায্যে চলাচল করে। | এরা সমুদ্রের গভীরে বসবাস করে। |
মালাস্কা | ঝিনুক | দেহ নরম ও খোসা দ্বারা আবৃত থাকে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। পেশিবহুল পা দিয়ে চলাচল করে। | এরা সাগরের বিভিন্ন স্তর ছাড়াও পাহাড়ি অঞ্চলে, বনেজঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। |
নিডারিয়া | হাইড্রা | দেহ ভ্রুনীয় কোষস্তর দ্বারা গঠিত।এরা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। | এরা খাল-বিল, নদী, ঝরনা, ভাসমান কাঠ ও পাতায় বাস করে। |
কর্ডাটা | কাক | দেহ পালক আবৃত। দুটি ডানা, দুটি পা ও একটি চক্ষু আছে। হাড় শক্ত, হালকা ও ফাঁপা। | এরা গাছের ডালে বাস করে। |
আর্থ্রোপোডা | মৌমাছি | এরা ডানার সাহায্যে উড়তে পারে।দেহের রক্তপূর্ণ গহ্বর থাকে। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। | এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। |
আমার জীবনে উল্লেখিত প্রাণীগুলোর প্রভাব রয়েছে। যেমন চিংড়ি খুবই সুস্বাদু খাবারের মধ্যে একটি। তাছাড়া চিংড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। অন্যদিকে সাপ একটি বিষাক্ত প্রাণী হলেও এর বিষ থেকে অনেক রোগের ঔষধ তৈরি করা হয়। মৌমাছির মধু স্বাস্থ্যের জন্য উপকারী। মৌমাছি চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। তাছাড়া মৌমাছি ফুলের পরাগায়ণে সাহায্য করে। কাক আমাদের চারপাশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।