Class 8 Kormo and Jibonmukhi Shikkha Assignment Answer 2021: Directorate of Secondary and Higher Secondary Education is published the Class eight Kormo and Jibonmukhi Shikkha assignment work, solutions and answers on dshe.gov.bd. for the week of 5th.
Class 8 Kormo and Jibonmukhi Shikkha Assignment 2021
DSHE is published the class eight Kormo and Jibonmukhi Shikkha assignment for the latest week. Lets see the content and assignment work.
5th Week Kormo and Jibonmukhi Shikkha Assignment
Class: Eight
Subject Name: Kormo and Jibonmukhi Shikkha
Assignment Serial: Assginment-1
Lesson no and Title:- মেধা, কায়িকশ্রম ও আত্ম-অনুসন্ধান
Assignment:
ক. বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে।
খ. শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে।
গ. শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে।
ঘ. শিক্ষক বই বিতরণ করছেন।
এই চারটি চিত্র অংকন করে কোনটি কায়িক শ্রম ও কেনটি মেধাশ্রম এবং কেন?
Class 8 Kormo and Jibonmukhi Shikkha Assignment Answer 2021
DSHE is published the class eight Kormo and Jibonmukhi Shikkha assignment answers. Lets see the solution of the latest week.
6th Week Kormo and Jibonmukhi Shikkha Assignment Answer
মেধাশ্রমঃ যে সকল কাজ করতে মেধা বা চিন্তা শক্তির প্রয়োজন হয় তাঁকে মেধাশ্রম বলা হয়। অর্থাৎ কোন কাজ সম্পাদন করার পূর্বে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয়নিয়ে চিন্তা করাকে মেধাশ্রম বলে।
কায়িকশ্রমঃ যে সকল কাজে শারীরিক শক্তির বা বল প্রয়োগের প্রয়োজন হয় তাঁকে কায়িকশ্রম বলে। কায়িকশ্রমে শারীরিক শক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রশ্নে উল্লেখিত চারটি কাজ কোনটি কায়িক শ্রম ও কেনটি মেধাশ্রম এবং কেন তা ব্যাখ্যা করা হলঃ
ক) বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছেঃ
বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে
এটি মেধাশ্রম। কারণ বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে নিজ নিজ পাঠে মনোযোগ দিচ্ছে। এতে তাদের শারীরিক শ্রম দিতে হচ্ছে না।
খ) শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছেঃ
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে
এটি কায়িকশ্রম। কারণ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়ে তাদের শারীরিক শক্তিকে কাজে লাগাচ্ছে। এতে তাদের শক্তি ব্যয় করতে হচ্ছে।
গ) শ্রেণিতে শিক্ষক পাঠদান করছেঃ
শ্রেণিতে শিক্ষক পাঠদান করছে
এটি মেধাশ্রম। কারণ শিক্ষক তাঁর নিজ মেধাকে কাজে লাগিয়ে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। একজন শিক্ষক পাঠদানকালে চিন্তা করেন কীভাবে পাঠ উপস্থাপন করলে শিক্ষার্থীরা সহজভাবে তা বুঝতে পারবে।
ঘ) শিক্ষক বই বিতরণ করছেনঃ
শিক্ষক বই বিতরণ করছেন
এটি কায়িকশ্রম। কারণ বই বিতরণ করার সময় শিক্ষকে তাঁর নিজ শক্তি বা বল প্রয়োগ করতে হচ্ছে।