Class 9 Mathematics Assignment Answer 2021 (7th, 3rd Week)

Class 9 Mathematics Assignment Answer 2021: Directorate of Education and Higher Education is published the class nine mathematics assignment answer for the week of 7th on dshe.gov.bd.

Class 9 Mathematics Assignment 2021:

Class 9 Mathematics 7th Week Assignment has been published. Students now can check the assignment work for the week of 7th.

7th Week Mathematics Assignment Questions:

Class: Nine
Subject Name: Mathematics
Assignment Serial: Assginment-2
Unit No. and Unit Title:– বীজ গাণিতিক রাশি
Lesson no and Title:- বীজগাণিতিক রাশি, বর্ণসংবলিত সূত্রাবলি, ঘনসংবলিত সূত্রাবলি, উৎপাদকে বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রগঠন ও প্রয়োগ।
Assignment: কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কোনো এলাকার একটি যুবসংঘ অসহায় 100টি পরিবারের এক সপ্তাহ চলার মতো খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্দেশ্যে 2,10,000 টাকার একটি বাজেট প্রণয়ন করলো।তাই প্রত্যেক সদস্য সমান চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।কিন্তু চাঁদা দেওয়ার সময় 10জন সদস্য চাঁদা দিতে ব্যর্থ হলেন।ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ 50টাকা করে বেড়ে গেল।

ধাপ১ঃ যুবসংঘের সকল সদস্য চাঁদা প্রদান করলে সদস্য সংখ্যাকে x এবং সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণকে a ধরে মোট চাঁদার পরিমাণকে x এর মাধ্যমে প্রকাশ কর।
ধাপ২ঃ 10 জন সদস্য চাঁদা না দেওয়ার ফলে মোট চাঁদার পরিমাণকে x এর মাধ্যমে প।রকাশ কর।
ধাপ৩ঃ ঐ যুবসংঘ সদস্যদের প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ নির্ণয় কর।
ধাপ৪ঃ প্রত্যেক পরিবারের জন্য যুবসংঘের দেওয়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী উদ্দীপকে উল্লিখিত সময়ের জন্য পর্যাপ্ত কি না?ব্যাখা কর।

Class 9 Mathematics 7th week Assignment

3rd Week Mathematics Assignment 2021:

Class: Nine
Subject Name: Mathematics
Assignment Serial: Assginment-1
Unit No. and Unit Title:– বীজ গাণিতিক রাশি
Lesson no and Title:- বীজগাণিতিক রাশি, বর্ণসংবলিত সূত্রাবলি, ঘনসংবলিত সূত্রাবলি, উৎপাদকে বিশ্লেষণ, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রগঠন ও প্রয়োগ।
Assignment: নিচের সমস্যাগুলোর সমাধান করো

class 9 mathematics 3rd week assignment

Class 9 Mathematics Assignment Answer 2021

DSHE is published the class nine mathematics assignment answer on dshe.gov.bd. The Assignment work for the 7th week for class nine is-কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কোনো এলাকার একটি যুবসংঘ অসহায় 100টি পরিবারের এক সপ্তাহ চলার মতো খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্দেশ্যে 2,10,000 টাকার একটি বাজেট প্রণয়ন করলো।তাই প্রত্যেক সদস্য সমান চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।কিন্তু চাঁদা দেওয়ার সময় 10জন সদস্য চাঁদা দিতে ব্যর্থ হলেন।ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ 50টাকা করে বেড়ে গেল।

7th Week Mathematics Assignment Answers:

Class Nine Mathematics 7th Week Assignment Answer

Answer:

ধাপ ১ এর সমাধানঃ
মনে করি, সদস্য সংখ্যা x।
সুতরাং সদস্যদের মাথাপিছু চাঁদার পরিমাণ,a=2,10,000/x

যেহেতু সদস্যদের মাথাপিছু চাঁদার পরিমাণ a এবং সদস্য সংখ্যা x,
সুতরাং মোট চাঁদার পরিমাণ =a
বা,2,10,000=ax

Class Nine Mathematics 7th Week Part 1 Assignment Answer

ধাপ ২ এর উত্তরঃ
মনে করি,মোট সদস্য সংখ্যা x
10 জন চাঁদা না দেওয়ায় চাঁদা প্রদান করে এমন সদস্য x-10 জন।এবং চাঁদার পরিমাণ হবে 21000 টাকা।এক্ষত্রে প্রত্যেকের মাথাপিছু চাঁদার পরিমাণ ক টাকা হলে
21000=ক(x-10)

Class Nine Mathematics 7th Week Part 2 Assignment Answer

ধাপ ৩ এর সমাধানঃ
সদস্য সংখ্যা x হলে প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ =2,10,000/x
কিন্তু 10 জন চাঁদা না দেওয়ায় চাঁদা প্রদান করে (x-10) জন।
এক্ষেত্রে মাথাপিছু চাঁদার পরিমাণ =2,10,000/(x-10)
প্রশ্নমতে,2,10,000/(x-10)=2,10,000/x+50
বা,2,10,000x=2,10,000x+50x*2-500x-21,00,000
বা,x*2-10x-42000=0
বা,x*2+200x -210x-42000=0
বা,x=210(সরাসরি বসানো হয়েছে।খাতায় তোমরা পুরোটা করবে।)
অর্থাৎ মোট সদস্য 210 জন।কিন্তু চাঁদা দেয় (210-10)বা 200 জন।
এক্ষেত্রে মাথাপিছু চাঁদা=2,10,000/200=1050 টাকা।(উত্তর)

Class Nine Mathematics 7th Week Part 3 Assignment Answer
Class Nine Mathematics 7th Week Part 3 Assignment Answer

ধাপ ৪ এর সমাধানঃ
এখানে,যুবসংঘের সদস্যদের বরাদ্দকৃত টাকার পরিমাণ 2,10,000 যেখানে পরিবার সংখ্যা 100 টি।সুতরাং প্রত্যেক পরিবার এক সপ্তাহ চলার জন্য টাকা দেওয়া হচ্ছে 2100 টাকা।এই টাকায় দেওয়া খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী উদ্দীপকে উল্লিখিত সময়ের জন্য পর্যাপ্ত বলে আমি মনে করি।কারণ,প্রত্যেক পরিবারের দৈনন্দিন খরচ হবে তিনশত টাকা যদি তাদের এক সপ্তাহের জন্য 2100 টাকা দেওয়া হয়।এই তিনশত টাকায় তারা করোনা মহামারী পরিস্থিতিতে দৈনন্দিন খরচ মেটাতে পারবে বলে মনে করছি।

Class Nine Mathematics 7th Week Part 4 Assignment Answer

For More Information, Visit- dshe.gov.bd

Leave a Comment