HSC 2022 Accounting 1st Paper Assignment Answer: Directorate of Secondary and Higher Secondary Education is published the Inter 1st Year Accounting First Paper Assignment Answer, Work, Solution for 4th, 1st week on dshe.gov.bd.
HSC Accounting 1st Paper Assignment 2022:
DSHE is published the hsc Accounting First paper assignment question on dshe.gov.bd. lets check the assignment work and content for the latest week.
4th Week Accounting 1st Paper Assignment Work:
Class: HSC
Exam Year: 2022
Subject Name: Accounting 1st Paper
Assignment Serial: Assginment-2
Assignment: নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করনঃ
২০২১ সালের ৩১ মে তারিখে সাগর এন্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত ৪৮.৬০০ টাকা ।
গরমিলের কারণসমূহ নিম্নরূপঃ
- চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক ডেবিট হয়নি ৪৫০০ টাকা।
- আদায়ের জন্য ৮৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক বিবরণীতে এখনো লেখা হয়নি।
- অন্য একজন গ্রাহক কর্তৃক ইস্যুকৃত ১০,৫০০ টাকার একটি চেক ব্যাংক ভুলবশত অত্র হিসাবে ডেবিট করেছে।
- ব্যাংক লভ্যাংশ বাবদ আদায় করেছে ১০,০০০ টাকা
- ব্যাংক সার্ভিস চার্জ বাবদ ১৫০০ টাকা ডেবিট করেছে।
- একজন পাওনাদারকে ১২০০০ টাকার একটি চেক ইস্যু করে ভুলে নগদান বইতে ১২০০ টাকা লেখা হয়েছে।
- আদায়ের জন্য ব্যাংকে প্রেরিত একটি প্রাপ্য বিল বাবদ ব্যাংক ৫১০০০ টাকা আদায় করেছে যা নগদানভুক্ত হয়নি; উক্ত বিলের লিখিত মূল্য ছিল ৫০,০০০ টাকা।
ক) উল্লেখিত লেনদেন থেকে গরমিলের কারণ বর্ণনা করো।
খ) উপযুক্ত তথ্যের আলোকে প্রচলিত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।
গ) উপযুক্ত তথ্যের আলোকে সংশোধিত জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো।

1st Week Accounting 1st Paper Assignment Questions
Class: HSC
Subject Name: Accounting 1st Paper
Assignment Serial: Assginment-1
Assignment: হিসাবচক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন :
গৌতম এন্টারপ্রাইজ এর ৩১ জানুয়ারি ২০২১ সালের হিসাব উদ্বৃত্তগুলো নিম্নরূপ ছিল :
নগদ ৮০,০০০ টাকা, অফিস সরঞ্জাম ৩০,০০০ টাকা, দেনাদার ৪০,০০০ টাকা ও পাওনাদার ৪৫,০০০ টাকা। ফেব্রুয়ারি মাসে তার ব্যবসায়ে সংঘটিত ঘটনাগুলো নিম্নরূপ :
২০২১ ফেব্রু ১ : দক্ষ ম্যানেজার ২০,০০০ টাকা বেতনে যোগদান করেন।
২০২১ ফেব্রু ৫ : ১৩% প্রদেয় নোটে স্বীকৃতিদানের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ গ্রহণ ৫০,০০০ টাকা।
২০২১ ফেব্রু ৬ : তিন মাসের শো-রুম ভাড়া অগ্রিম প্রদান করা হলো ১৫,০০০ টাকা।
২০২১ ফেব্রু ১২ : ইনস্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করা হলো ১,২০০ টাকা।
২০২১ ফেব্রু ১৪ : ১,০০,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয়ের জন্য চুক্তি স্বাক্ষর করলেন।
২০২১ ফেব্রু ১৬ : ৩% কারবারি বাট্টায় পণ্য বিক্রয় করা হলো ১,২০,০০০ টাকা (নগদে ৬০%, ধারে ৪০%)।
২০২১ ফেব্রু ১৮ : মালিক কর্তৃক নগদ উত্তোলন করা হলো ৩০,০০০ টাকা।
২০২১ ফেব্রু ২০ : একজন দেনাদারের নিকট থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল।
২০২১ ফেব্রু ২২ : প্রাপ্য বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো ৫,০০০ টাকা।
২০২১ ফেব্রু ২৫ : মালিকের বড় মেয়ের জীবন বিমার প্রিমিয়াম বাবদ পরিশোধ করা হলো ১০,০০০ টাকা।
২০২১ ফেব্রু ২৮ : অগ্রিম প্রদত্ত ভাড়ার ০১ মাস অতিক্রান্ত হয়েছে।
(ক) ৫, ৬, ১৬, ২৮ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও।
(খ) ১২, ১৮, ২২, ২৫ তারিখের লেনদেনগুলো গৌতম এন্টারপ্রাইজ এর হিসাব বইতে লিপিবদ্ধ করো। (ব্যাখ্যা ব্যতীত)
(গ) সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো।
(ঘ) হিসাবচক্র (চিত্রসহ)
HSC 2022 Accounting 1st Paper Assignment Answer
Inter 1st Year Accounting First Paper Assignment Answer has been published on dshe.gov.bd. Lets check the solutions and answer for the latest week.
4th Week Accounting 1st Paper Assignment Answer:
Question Part: নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্ধৃত্ত গরমিলের কারণ অনুসন্ধান করে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করন।
Answer:





1st Week Accounting 1st Paper Assignment Answer 2022
Question Part: হিসাবচক্রের ধাপ অনুসরণ করে লেনদেন চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ, হিসাবের বই প্রস্তুতকরণ এবং হিসাব সমীকরণে প্রভাব প্রদর্শন
Answer:
(ক) লেনদেন সমূহের হিসাব সমীকরণের প্রভাব প্রদান করা হলো:
(ঘ) হিসাবচক্র (চিত্রসহ)
হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়াকে বুঝায়। হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠিত নীতি অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলী অনন্তকাল ধরে চলতে থাকবে। প্রত্যেক হিসাবকালে হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যাবলী চক্রাকারে সংঘটিত হয়। হিসাবসংক্রান্ত কার্যাবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা ও এদের পুনরাবৃত্তিকে হিসাব চক্র বলে।
হিসাব চক্রের ধাপ :
১। লেনদেন সনাক্তকরণ : এটি হিসাবচক্রের প্রথম ধাপ। একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালে যেসকল ঘটনা সংঘটিত হয় তন্মধ্যে আর্থিক ঘটনাসমূহ লেনদেন হিসেবে বিবেচিত হয়। এই লেনদেন সনাক্ত করাই হিসাবচক্রের প্রথম ধাপ।
২। জাবেদাভুক্তকরণ : এটি হিসাব চক্রের দ্বিতীয় ধাপ। লেনদেন সনাক্ত করার পর তা দু’তরফা দাখিলা পদ্ধতিনুসারে ডেবিট, ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহ হিসাবের বইতে লিপিবদ্ধ করাই হলো জাবেদাভুক্তকরণ।
৩। খতিয়ানভুক্তকরণ : এটি হিসাবচক্রের তৃতীয় ধাপ। এখানে লিপিবদ্ধকৃত লেনদেনকে শ্রেণিবিন্যাস করে একই শিরোনামে অধীনে সংক্ষিপ্ত আকারে পাকা বইয়ে স্থানান্তর করা হয়।
৪। রেওয়ামিল : হিসাবচক্রের চতুর্থ ধাপ রেওয়ামিল তৈরি করা। এক্ষেত্রে খতিয়ানসমূহের স্থানান্তরিত লেনদেনসমূহের জের নির্ণয়পূর্বক Dr. জেরগুলো Dr. কলামে; Cr. জেরগুলো Cr. কলামে বসিয়ে তালিকা প্রস্তুত করা হয়।
৫। সমন্বয়দাখিলা : এটি হল হিসাব চক্রের ৫ম ধাপ। সংশ্লিষ্ট হিসাবকালের প্রকৃত আয় ও ব্যয় নিরূপনের জন্য যদি কোনো বকেয়া ও অগ্রিম আয়-ব্যয় অসমন্বয় থাকে, উহা সংশ্লিষ্ট দফার সাথে সমন্বয় করার জন্য জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে।