SSC 2022 Physics Assignment Answer: Directorate of Secondary and Higher Secondary Education is published the SSC Assignment Answer of Physics Subjects for SSC Exam 2021, Questions with solutions on dshe.gov.bd.
Read also- SSC Exam Result 2021
DSHE will publish the 8th Week physics assignment within 6th September 2021. The 7th Week Physics Assignment was published on 31st August 2021. Before that they have published the 6th Week physics assignment on 24th August 2021. All Weeks assignment for physics subjects with answers are available here.
Students can now check the assignment question with answer from dshe.gov.bd. We have prepared a set of sample answer which may be useful for the students.
SSC 2021 Physics Assignment Answer (SSC Exam 2021)
Directorate of Secondary and Higher Secondary Education is published the SSC Physics Assignment 2021 on dshe.gov.bd. Students now can check the assignment question from below in the week based answer section. As for Now, DSHE is published the 4th Week Assignment.
SSC Physics Assignment Answer are now carried marks. So the students can’t ignor the Assignment Work. They have to write the best assignment solutions as possible. They will get a marks based on their assignment.
The main purpose of the assignment is that to prepare the students for the Final Exam of Secondary School Certificate Examination in Bangladesh. The SSC Physics Assignment is also carries Marks.
Because of the COVID-19 Corona Virus, The syllabus for the SSC Physics 1st and 2nd Paper has shorten for the students. And by following that syllabus, dshe will publish the assignment work every week.
They have reduced the physics curriculum to ten chapters. These Ten Chapters are: First , Second, Third, Fourth, Fifth, Sixth, Seventh, Eighth, Ninth and Eleventh.
DSHE will use these chapters for the preparation of the SSC Assignment 2021 for Physics Subjects of Science Group. They will publish the physics assignment is these following weeks:
1st Week 2nd WeekYou May Check: SSC Chemistry Assignment Answer 2021 for all weeks from dshe.gov.bd
Students from science group have to create a total of 8 Assignment for the Physics Subjects. DSHE is published the 1st, 2nd Week assignment answer on 18th July, 2021. The 4th Week, 5th Week assignment was published on 9th August, 2021 and 16th August 2021 Respectively. The 8th Week Assignment will be published within 7th September, 2021.
SSC 8th Week Physics Assignment Answer 2021
DSHE is going to publish the 8th Week Assignment for Physics Subjects of Science Group from the official website. According to the notice, They will publish the 8th Week Assignment 8th September 2021.
Students will find here the assignment question with answer from the official website. The Assignment No. is 6.
They just need to follow this article to view the assignment question and find the Physics sample assignment answer in pdf file.
SSC Exam: 2021
Subject Name: Physics
Assignment Serial: Assignment- 6
Assigned Week: 8th Week
Assignment work: চামচে আলাের ধর্ম
একটি নতুন চকচকে ধাতব চামচ নাও। চামচটি সামনে ধরে চামচের ভিতর ও বাইরের অংশে নিজের প্রতিবিম্ব ভালাে করে দেখ।এবার চামচের ভেতরের অংশ সামনে পিছনে করে তােমার প্রতিবিম্বের প্রকৃতি,আকার, আকৃতি লক্ষ কর। একইভাবে বাহিরের অংশের জন্যও তােমার প্রতিবিম্বের প্রকৃতি, আকার, আকৃতি লক্ষ কর। মনে কর চামচের বক্রতার ব্যাসার্ধ 4 cm ।
ক) চামচের ভেতরের এবং বাহিরের অংশ কী ধরনের আয়না এঁকে দেখাও।
খ) চামচের ভিতরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি,আকার জ্যামিতি বক্স ব্যবহার করে এঁকে দেখাও ও বিবর্ধন বের কর।
গ) চামচের বাহিরের অংশের জন্য তােমার পছন্দের দৈর্ঘের একটি পেন্সিল বক্রতার ব্যাসার্ধের ভেতর ও ফোকাস দূরত্বের ভেতর বসিয়ে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি, আকার জ্যামিতি বক্স ব্যবহার করে একে দেখাও ও বিবর্ধন বের কর।
To write the assignment answer, students are advised to follow the page of 213-218 from the main text book.
Check Here- SSC Chemistry Assignment Answer for the 8th Week of SSC Assignment Program 2021.
Assignment Answer:
Check Here- SSC Higher Math Assignment Answer 2021 for SSC Assignment Program 2021 8th Week.
SSC Physics Assignment 2021 7th Week Answer
DSHE will publish the SSC Physics Assignment 2021 for the 7th Week on the official website. They will publish the 7th week assignment within 31st August 2021.
Students need to create a total of 8 Assignment for each subject. This will be the fifth Assignment work for the Physics Assignment.
After the publication of assignment, students will be able to check the assignment question from the official website as well as from here.
SSC Exam: 2021
Subject Name: Physics
Assignment Serial: Assignment- 5
Assigned Week: 7th Week
Assignment work: আয়না সমাচার – আমরা বাসায় সাজগােজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এধরনের আয়না আমাদের নিত্যব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বুঝা যাবে এটি একটি সমতল আয়না।
The Mirror News We always use mirrors in our homes to decorate ourselves. It can be said that such a mirror is a thing we use every day. Now, if you hold the mirror with your hand, you will understand that it is a plain mirror.
a) Draw it by ray diagram whether the reflection we see in such a mirror at home is real or virtual.
b) If we imagine a small point ‘A’ in front of such a mirror, it will also form an image. Draw the position of the image of point ‘A’ by using different instruments in your geometry box. Then find out the ratio of the distance of point ‘A’ and its image from the mirror and give your logical opinion on the result.
c) Now, turn the mirror slightly (5 to 20 degrees) clockwise and draw the image of point A’ with the help of the geometry box. Will the ratio of the distance between point ‘A’ and its image from the mirror remain the same? Give your logical opinion based on the results.
Assignment Answer:
SSC 5th Week Physics Assignment Answer 2021
Directorate of Secondary and Higher Secondary Education is published the 5th Week Physics Assignment from the 4th Chapter.
Students now can check the assignment question with solution from below in both pdf or jpg file. Just follow the Assignment Answer to check the assignment answer.
SSC Exam: 2021
Subject Name: Physics
Assignment Serial: Assignment- 4
Assignment work: নবায়নযোগ্য শক্তির গল্প
জলবিদ্যুৎ হলো অন্যতম প্রাচীন শক্তির উৎস যা বিশ্বজুড়ে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়েছে। প্রচুর নদী থাকায় বাংলাদেশেও সম্ভাবনাটি কাজে লাগানো যায়। চিত্রে একটি জলবিদ্যুৎ কেন্দ্র দেখানো হলো।
ক) চিত্রের কোন অবস্থানে জলের নূন্যতম বিতব শক্তি রয়েছে ? ৩০ মিনিটের মধ্যে পানি 5.0 * 10 9 j শক্তি হারায় এবং 4.5 * 10 9 j বৈদুত্যিক শক্তি উৎপন্ন করে।
খ) শক্তির রুপান্তরকরণের দক্ষতা নির্ণয় কর।
গ) বৈদ্যুতিক শক্তি 4.5* 10 9 J কে ওয়াট (W) এককের মাধ্যমে প্রকাশ কর।
ঘ) বাংলাদেশের পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব বিশ্লেষণ কর।
ঙ) জলবিদ্যুৎ কি ধরণের শক্তি ? এরুপ অন্যান্য শক্তির অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত প্রভাব বর্ণনা করে একটি চার্ট তৈরি করো।
SSC 4th Week Physics Assignment Answer 2021
Directorate of Secondary and Higher Secondary Education will publish the 4th Week Physics Assignment Answer from the second, third chapter from the short syllabus.
Students can find here SSC Physics 4th Week Assignment Answer in pdf file. Just follow the link to download the assignment answer.
Class: Ten
SSC Exam: 2021
Subject Name: Physics
Assignment Serial: Assignment- 3
Assignment work: শক্তির রূপান্তরঃ ৭৫ কেজি একটি পাথর ৪০ মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হল।
- ৪০ মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কত
- ৪০ মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো
- বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি ১০ মিটার পরপর বস্তুটির সময়, গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের দুটি লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা করো।
- লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতি শক্তি সমান দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশ দেখাও।
Assignment Answer: Students now can find the SSC 4th Week Physics Assignment Solutions from below image. It is a solution for the 9th August 2021 SSC Assignment.
SSC 2nd Week Physics Assignment Answer 2021
Class: Ten
SSC Exam: 2021
Subject Name: Physics
Content: গতি (অধ্যায়-১)
Assignment Serial: Assignment- 2
Assignment Work: দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়েল ভর্তি পরীক্ষার্থী- রাব্বি আর সজল, পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষা হলে গেটে ৯ টার মধ্যে হাজির হতে বলা হয়েছে- এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যতদূর, রাব্বির বাসা তার থেকে আরো ২০০মিটার দূরে। কিন্তু সারারাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোন রকমে পড়িমড়ি করে নাস্তা আর মা-বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে, স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এ বেগে চললে সে হল গেটে ঠিক সময় পৌঁছবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ ১ মি/সে২ স্বমতরণে ১০ সেকেন্ডের বেশি এগুনো অসম্ভব। আর বাকি সময়টায় সে এ সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল ৮ টা ৫৮ মিনিটে বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে।
ক) সজলের বাসা হতে পরীক্ষার হল হতে কত দূরে ?
খ) রাব্বী পরীক্ষার আগের রাতে ঠিক করল যে সে বাসা থেকে সকাল ৮ টা ৪৪ মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল ৮টা ৫৫ এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে?
গ) এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে ৫০ মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বীর গোড়ালী মচকায় আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের এক চতুর্থাংশ বেগে চলতে থাকে তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে ?
ঘ) একটি লেখচিত্র সকাল ৮ টা ৫৮ মিনিট হতে সকাল ৯ টার মধ্যে রাব্বী আর সজলের অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য অন্তত চারটি বিন্দুর (সর্বমোট ৮টি বিন্দু) অবস্থান দেখাতে হবে।
You May Check: SSC Biology Assignment Answer 2021 for all weeks from dshe.gov.bd
Assignment Answer:
(ক)এখানে,সজল ৮টা ৫৮ মিনিটে রওনা দিয়ে ৯টায় পরীক্ষার হলে ঢুকতে পারে।অর্থাৎ, সময় ????=2????????????=120????t=2min=120s
১ম 10????10s এ সজলের অতিক্রান্ত দূরত্ব
এখানে,????=0????/????u=0m/s????=1????/????2a=1m/s2????=10????t=10s????1=?S1=?
????1=????????+12????????2S1=ut+12at2 =0+12×1×102=0+12×1×102 =50????=50m
আবার, পরবর্তী (120−10)=110????(120−10)=110s এসজল সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়ায়
এখানে,????′=????+????????=0+1×10=10????/????v′=u+at=0+1×10=10m/s∴ সর্বোচ্চ বেগের অর্ধেক =????′2=5????????−1=v′2=5ms−1
∴ বাকী সময়ে অতিক্রান্ত দূরত্ব????2=????????=5×110=550????S2=vt=5×110=550m
∴ সজলের বাসার দূরত্ব ????=????1+????2=(50+550)=600????S=S1+S2=(50+550)=600m (Answer)
(খ)সজলদের গেট পেরিয়ে 50????50m অতিক্রমের পর ????M বিন্দুতে রাব্বীর পা মচকায়-
রাব্বীর বেগ,????=1.905????????−1v=1.905ms−1????????=(200+50)=250????Sm=(200+50)=250m????????=?tm=?
????M বিন্দুতে আসতে, রাব্বীর প্রয়োজনীয় সময়-????????=?tm=?
আমরা জানি,????????=????????????Sm=vtm????????=????????????=2501.905=131.23????tm=Smv=2501.905=131.23s
অর্থাৎ ????M বিন্দুতে আসতে সময় 121.23????121.23s অর্থাৎ ঘড়িতে তখন বাজে ৮টা ৪৪মি + ১৩১.২৩৬০১৩১.২৩৬০ = ৮টা ৪৬.১৮ মিনিট।
৮টা ৫৮ মিনিটে সজল বাসা থেকে বের হয়, ততক্ষণে রব্বাী ????M বিন্দুতে ????4v4 বেগ নিয়ে ????N বিন্দুতে পৌঁছায়- অর্থাৎ ৮টা ৫৮ মি. – ৮টা ৪৬.১৮ মি. = ১১.৮১ মিনিটে রাব্বী ????????MN দূরত্ব যায়।
এখানে,????′=????4v′=v4????=11.81????????????=(11.81×60)????t=11.81min=(11.81×60)s????=?S=?
????????MN দূরুত্ব ????=????′????S=v′t =????4×(11.81×60)=v4×(11.81×60) =1.9054×11.81×60=1.9054×11.81×60 =337????=337m
অর্থাৎ, ৮ টা ৫৮ মিনিটে সজল বাসা থেকে বের হয় এবং তখন রাব্বী থাকে ????????SN =(50+337)=387????=(50+337)=387m দূরে।
৮টা ৫৮ মিনিটে,
ধরি, ????t সময় পর তার ????C বিন্দুতে তারা মিলিত হবে।
স্বজলের দূরত্ব,????????=12????????2+????????SC=12at2+vt????????=NC= রাব্বীর দূরত্ব
প্রশ্নমতে,????????=????????+????????SC=SN+NC12????????2+????????=387+1.9054????12at2+vt=387+1.9054t(12×1×102)+5×????=387+0.476????(12×1×102)+5×t=387+0.476t10+5????=0.476????+38710+5t=0.476t+3874.524????=3774.524t=377????=83.33????t=83.33s
∴ পরীক্ষার হলে প্রবেশের আগে সজল রাব্বীকে অতিক্রম করবে 83.33???? পর।
(Pictorial)
ক) সজলের বাসা হতে পরীক্ষার হল হতে কত দূরে ?
খ) রাব্বী পরীক্ষার আগের রাতে ঠিক করল যে সে বাসা থেকে সকাল ৮ টা ৪৪ মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল ৮টা ৫৫ এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে?
গ) এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে ৫০ মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বীর গোড়ালী মচকায় আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের এক চতুর্থাংশ বেগে চলতে থাকে তাহলে হলে ঢুকার আগে সজল কি তাকে অতিক্রম করবে ?
ঘ) একটি লেখচিত্র সকাল ৮ টা ৫৮ মিনিট হতে সকাল ৯ টার মধ্যে রাব্বী আর সজলের অবস্থান দেখায় এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য অন্তত চারটি বিন্দুর (সর্বমোট ৮টি বিন্দু) অবস্থান দেখাতে হবে।
SSC Physics 1st Week Assignment Answer 2021
DSHE is published the SSC 2021 Physic Assignment Work, Question for the SSC Exam 2021. Students now able to see the assignment content with solutions from below.
Class: Ten
SSC Exam: 2021
Subject Name: Physics
Content: ভৌত রাশি ও পরিমাপ (অধ্যায়-১)
Assignment Serial: Assignment- 1
Assignment Work: একটা প্রজেক্ট এর মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারির কারনে তোমার পরিচিত স্টেশনারির দোকানটি খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানে অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে। দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম/মি২ বলে দাবি করছে।
মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ ৬৫ সেমি * ৭৫ সেমি। তুমি স্থির করলে যে দোকানির কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দুই সেন্টিমিটার এর ছোট কোন কিছুর পরিমাপ করা যায় না। আর তোমার বাসায় রান্নার মালমসলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে ২০ গ্রামের নিচে কোন ভর রেকর্ড হয় না। তার মানে ৮ গ্রামের কোন বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে পাঁচটি বস্তু নিতে হবে। যাতে তাদের সম্মিলিত ভর ৪০ গ্রাম হয় যা ২০ গ্রামের গুণিতক। তোমার অন্য কোন যন্ত্র ব্যবহারের সুযোগ নেই।
You May Check: SSC Higher Math Assignment Answer 2021 for all weeks from dshe.gov.bd
Assignment Answer: DSHE is published SSC 1st Week Physics Assignment Answer for SSC Exam 2021 on dshe.gov.bd. Lets see the assignment answer from below:
Source: DSHE
….thank you….????????????☕
Thank you ????????